• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ড্র করলেই সেমিফাইনালে পাকিস্তান

প্রত্যাশা অনুয়ায়ী খেলতে পারছে না পাকিস্তান। একটা সময় এশিয়া তথা বিশ্ব হকির পরাশক্তি ছিল দেশটি। অথচ বর্তমানে নিজেদের হারিয়ে খুঁজছে তারা।

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ৩ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি তারা। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে গোল শূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে ৩-১ গোলে। সর্বশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে দুই পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলার আশা বাচিঁয়ে রেখেছে পাকিস্তান।

কাজেই আজ রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নুন্যতম ড্র করলেই শেষ চারে পৌছে যাবে তারা। ইতোমধ্যেই ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান সেমিফাইনাল নিশ্চিত করেছে।

Rent for add