নিজস্ব প্রতিবেদক : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার, ১৬:৩৫:৫৮
তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত পয়েন্টের মুখ দেখেনি স্বাগতিক বাংলাদেশ। হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতোমধ্যে প্রতিপক্ষের জালে ২ গোলের বিপরীতে হজম করতে হয়েছে ১৭ গোল।
যদিও স্বাগতিক হওয়ার সুবাদে প্রথমবারের মতো এশিয়ার বিশ্বকাপখ্যাত এই আসরে খেলার সুযোগ পেয়েছেন জিমি-আশরাফুলরা। জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোবিনাথন অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিকে অভিজ্ঞতা অর্জনের মিশন হিসেবেই বেছে নিয়েছে।
এরই মধ্যে তিন ম্যাচের মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই মনে রাখার মতো পারফরম্যান্স দেখাতে পেরেছে। শুরুতে ও শেষে গোল করলেও ৩-২ ব্যবধানে হারতে হয়েছে।
তবে ভারতের বিপক্ষে মোটেও বুক চিতিয়ে লড়তে পারেনি। হেরেছে ৯-০ গোলে। এর পর জাপানের বিপক্ষে ৫-০ গোলের পরাজয়। এক তরফার এসব ম্যাচ রীতিমত অসম লড়াই বটে।
আজ রোববার স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় এ ম্যাচটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে।
Rent for add