• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

সবাই ক্লান্ত ছিলাম : অধিনায়ক আশরাফুল

কোরিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ খেলার পর জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বলেছেন,’ আমরা আগের সন্ধ্যায় একটা কঠিন ম্যাচ খেলেছি। ছেলেরা অনেক ক্লান্ত ছিল। আমার মনে হয় ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার কারণে জাপানের বিপক্ষে আমরা ভালো কিছু করতে পারিনি।’

বাংলাদেশ দীর্ঘ ম্যাচ খেলেনা। এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন,’আমরা অনেকদিন ধরে ম্যাচের বাইরে। পাকিস্তানও অনেক দিন ধরে খেলেনি। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো একটা ফল প্রত্যাশা করছি। আশাকরি পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করতে পারব।আমরা পাকিস্তানের ম্যাচ দেখেছি। রাতে আমরা তাদের ম্যাচের ভিডিও দেখব। সেভাবে পরিকল্পনা সাজিয়েই কাল পাকিস্তানের বিপক্ষে খেলতে নামব।’

Rent for add