নিজস্ব প্রতিবেদক : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার, ২০:৫০:০৮
দক্ষিণ কোরিয়ার সঙ্গে শুক্রবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই শেষে শনিবার জাপানের বিপক্ষে ঠিক সেভাবে ময়দানি লড়াইয়ে পেরে উঠেনি স্বাগতিক বাংলাদেশ।
জাপানের কাছে ৫-০ গোলে হেরে যাবার পর অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, আমরা গতকাল (শুক্রবার) কোরিয়ার সঙ্গে একটা কঠিন ম্যাচ খেলেছি। বলতে গেলে দলের অনেকে ক্লান্ত ছিলেন। আমার মনে হয় ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার কারণে জাপানের বিপক্ষে আমরা ভাল কিছু করতে পারিনি।
আশরাফুল জানান, আমরা অনেকদিন ধরে ম্যাচের বাইরে। পাকিস্তানও অনেক দিন ধরে খেলেনি। কাজেই পাকিস্তানের বিপক্ষে ভাল একটা ফল প্রত্যাশা করছি। আশা করি পাকিস্তানের বিপক্ষে ভাল কিছু করতে পারব।
এক প্রশ্নের জবাবে তিনি জানালেন, পাকিস্তানের ম্যাচ দেখেছি। রাতে আমরা তাদের ম্যাচের ভিডিও দেখব। সেভাবে পরিকল্পনা সাজিয়েই রোববার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবো।
Rent for add