• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বাংলাদেশকে ৫ গোলে হারালো জাপান

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় জয় পেয়েছে জাপান। এক তরফার লড়াইয়ে তারা ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে।

শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাপান শুরু থেকেই আক্রমণের মাধ্যমে জিমি-আশরাফুলদের চাপের মুখে ফেলে দিয়েছিল। তবে চাপ সামলে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও বাংলাদেশ সেভাবে ততটা পেরে উঠেনি।

যদিও প্রথম কোয়ার্টারে শক্তিশালী জাপানকে বেশ ভালভাবেই গোল দেয়া থেকে বেধে রেখেছিল। কিন্তু পরবর্তী তিনটি কোয়ার্টারে প্রতিপক্ষের বিপক্ষে আর কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।

২১ মিনিটে কেনতা তানাকার ফিল্ড গোলে জাপান এগিয়ে (১-০) যায়। এরপর ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানের নিশ্চিত গোল দৃঢ়তার সঙ্গে রুখে দেন গোলরক্ষক বিপ্লব।

তবে ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাইকি ফুজিশিমার গোলে জাপান ব্যবধান দ্বিগুণ (২-০) করে। ২৮ মিনিটে তারা অবশ্য আরেকটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি।

৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাতো রাইওসের গোলে জাপান বড় জয়ের পথে (৩-০) হাঁটতে শুরু করে। ৩৭ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও সে থেকে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। এরপর আবারো দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল। সেগুলোও কাজে লাগাতে ব্যর্থ হয়।

৪১ মিনিটে জাপানের সম্ভব্য গোল প্রথম চেষ্টায় ঠেকিয়ে দেন গোলরক্ষক বিপ্লব। কিন্তু ৪২ মিনিটে প্রাপ্ত পেনাল্টি কর্নার থেকে কাতো রাইওসেই গোল করলে জাপান এক হালি (৪-০) গোল পূরণ করে।

এরপর ৫৭ মিনিটে সেরেন তানাকা গোলে জাপান বড় জয় (৫-০) নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ প্রথম ম্যাচে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতের কাছে ৯-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে পরাজিত হয়েছিল। নিজস্ব তৃতীয় ম্যাচে জাপানের কাছে এসে হারলো ৫-০ গোলে। ৩ ম্যাচে আশরাফুলের দল ১৭ গোল হজম করে মাত্র ২টি গোল দিয়েছে। বাংলাদেশ রোববার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে।

 

Rent for add