• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

চার বাংলাদেশীর এক অনন্য ইতিহাস সৃষ্টি

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে প্রথমবারের মতো এক ম্যাচে চার বাংলাদেশী এক অনন্য ইতিহাস সৃষ্টি করলেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, আম্পায়ার ও স্কোরার হিসেবে সুযোগ পেয়ে তারা ইতিহাসের অংশ হয়ে গেলেন।

ভারত-পাকিস্তান ম্যাচে এমন অর্জন করেছেন দুই আম্পায়ার শাহবাজ আলী ও সেলিম লাকী এবং দুই জন স্কোরার। শাহবাজ ফিল্ড ও লাকী ভিডিও আম্পায়ার ছিলেন।

এর আগে ২০১৬ সালে এস এ গেমসে ভারত-পাকিস্তান ম্যাচে বাশি বাজিয়েছিলেন লাকী। এবার তিনি পরামর্শ দিয়েছিলেন শাহবাজকে। হকিবাংলাদেশ.কমকে সেলিম লাকী বলেন, ভারত-পাকিস্তান ম্যাচে চারজন বাংলাদেশী প্রতিনিধিত্ব করা একটা নতুন ইতিহাস তৈরি করলো।

 

Rent for add