• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানের কাছে কঠিন প্রতিপক্ষের নাম ভারত

ঢাকার মাটিতে চার বছর পর আবারো ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। কিন্তু পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি পাকিস্তান। ৩-১ গোলে হেরে তারা ফের ব্যর্থতার ষোলকলা পূরণ করেছে।

অথচ একটা সময় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলে খুব একটা সুবিধা করতে পারত না ভারত। এখন পরিস্থিতি পুরোপুরি উল্টো। প্রতিবেশী দেশটির বিপক্ষে খেলতে নামলেই হার আর হার।

এ পর্যন্ত ১৭৫ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৮২টি। বিপরীতে ৬২টিতে জিতেছে ভারত। ২০১৬ সালে সর্বশেষ এসএ গেমসে জয় পেয়েছিল পাকিস্তান। এরপর পাকিস্তানের কাছে কঠিন এক প্রতিপক্ষের নাম ভারত।

Rent for add