• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আরেকটি অসম লড়াই

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হওয়ায় এশিয়ার বিশ্বকাপখ্যাত এ আসরে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে জিমি-আশরাফুলরা দুটি ম্যাচ খেললেও কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

প্রথম ম্যাচে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি ভারতের বিপক্ষে ৯-০ গোলে পরাজিত হয়েছে। এর পর দ্বিতীয় ম্যাচে কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারতে হয়েছিল লাল-সবুজ জার্সীধারীদের।

এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে র‌্যাংকিং সবচেয়ে পেছনে ৩৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। সেখানে আজকের ম্যাচের প্রতিপক্ষ জাপানের র‌্যাংকিং ১৭। তাই দু’দলের লড়াইটাকে অসম বললে মোটেও ভুল হবে না।

Rent for add