• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

দুর্ভাগ্য সুযোগ কাজে লাগাতে পারিনি : ওমর ভুট্টা

চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৩-১ গোলে হেরে পাকিস্তানের অধিনায়ক ওমর ভুট্টা বলেন, দারুণ একটা ম্যাচ খেলেছি। অনেক সুযোগ সৃষ্টি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো কাজে লাগাতে পারিনি।

তবে ভারত প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পেরেছে। দিনটি আজ ভারতের ছিল। তারা দুটি পেনাল্টি কর্নার পেয়েছে, দুটিই কাজে লাগিয়ে গোল করেছে।

অপরদিকে আমরা পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারিনি। তারপরও বলবো, এটা আমাদের দিক থেকে ভাল ম্যাচ ছিল। সামনের দিনগুলোতে আমরা উন্নতি করতে চাই।

এক প্রশ্নের জবাবে ওমর ভুট্টা জানান, গেল ২ বছর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। আমরা ধারাবাহিকভাবে উন্নতি করছি। আশাকরি সামনের দিনগুলোতে পাকিস্তানের জন্য ভাল কিছু অপেক্ষা করছে।

Rent for add