নিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২১:৫৭:১৫
বিশ্ব হকির দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার একে অপরের মুখোমুখি হচ্ছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। স্টার স্পোর্টস মাঠ থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ৯-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে। অপরদিকে পাকিস্তান প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে গোল শূন্য ড্র করে।
এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে ভারত-পাকিস্তানের কোচ ও অধিনায়ক বৃহস্পতিবার গণমাধ্যমের কথা বলে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন।
ভারতীয় কোচ গ্রাহাম রিড বলেন, পাকিস্তানের বিপক্ষে এটা আমাদের কাছে আর অন্যদশটা ম্যাচের মতই একটা ম্যাচ। আমরা স্বীকার করি যে এই ম্যাচের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা কাজ করছে। তা সত্ত্বেও আমাদের কাজ আমাদের করতে হবে।
পাকিস্তান সম্পর্কে আমি এইটুকু বলতে পারি যে পাকিস্তান হকির একটা দারুণ অতীত রয়েছে। আমরা মনে করি যে পাকিস্তান টিম তাদের সেরাটা দিয়েই আমাদের সাথে খেলবে।
এদিকে ভারতের অধিনায়ক মানপ্রীত সিং প্রতিপক্ষ সম্পর্কে জানান, কোন প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। পাকিস্তান দল ক্যাম্পে অনেক ভাল প্রস্তুতি নিয়েছে। আমরাও আমাদের সেরাটাই দিতে চাই এখানে।
মানপ্রীত সিং আরো জানান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ব্যাপারে উদ্বিগ্ন নই। বরং ভাবছি আমরা কিভাবে কি করব। যদি আমরা আমাদের কাজটা ঠিকঠাক করতে পারি তাহলে আমরা ম্যাচটা জিতে যাব।
পাকিস্তানের অধিনায়ক ওমর ভুট্টা ভারত দল সম্পর্কে বলেন, তারা টোকিও অলিম্পিক গেমসের ব্রোঞ্জজয়ী। কাজেই আমরা আমাদের সেরাটাই তাদের বিপক্ষে দেবার চেষ্টা করব।
কাগজ-কলমে যে কোন দলই ফেবারিট থাকতে পারে। তবে মাঠের লড়াই আসল লড়াই। যেখানে যে কেউ জিততে পারে। আমরা জয়ের লক্ষেই মাঠে নামব।
পাকিস্তানের কোচ সিগফ্রিড আইকমান জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই খেলব। চেষ্টা করব নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচটা রাখতে। মাঠে ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রগুলোতে ভাল করার চেষ্টা করব।
Rent for add