নিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২১:৪২:১৮
প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে হেরে যাবার পর স্বাগতিক বাংলাদেশ মানসিকভাবে বেশ বিপর্যস্ত।
কারণ বিশ্ব র্যাংকিংয়ের ৩ নম্বর দলের বিপক্ষে ৩৮তম র্যাংকিংয়ের ফলাফল এমন হবারই কথা। তবে গোলের সংখ্যা একটু কম হলে ভাল হতো।
লাল-সবুজের দল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্ব র্যাংকিংয়ের ১৬তম দক্ষিণ কোরিয়ার মোকাবিলা করতে যাচ্ছে। কোরিয়ানদের বিপক্ষে কিছুটা লড়াই হতে পারে দর্শকরা এমনটাই প্রত্যাশা করছেন।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এ ম্যাচটি সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।
Rent for add