নিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২১:৫৫:১১
ক্রিকেট, ফুটবল, হকি- এই তিন খেলাতেই ভারত-পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। প্রতিবেশী দেশ দুটির মধ্যে সেরকম আরেকটি লড়াই হতে যাচ্ছে ঢাকায়।
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মাঠে নামতে যাচ্ছে বিশ্ব হকির এই দুই পরাশক্তি।
র্যাংকিং ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে এগিয়ে ভারত। সর্বশেষ টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জেতার পাশাপাশি ভারত বিশ্ব হকির র্যাংকিংয়ে এখন ৩ নম্বরে। সেখানে পাকিস্তান রয়েছে ১৮ নম্বরে।
প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে গোল শূন্য ড্র করার পর ভারতের বিপক্ষে ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। অন্যদিকে ভারত প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর বাংলাদেশকে ৯-০ গোলে হারিয়ে মানসিকভাবে চাঙ্গা রয়েছে।
তারপরও ভারত-পাকিস্তান দু’দলই চ্যাম্পিয়ন্স ট্রফি হকির বর্তমান যুগ্মচ্যাম্পিয়ন। এর আগে এই দুই দল দুইবার করে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।
Rent for add