নিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২১:৪৫:১০
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকচারে ভারত-পাকিস্তান ম্যাচ ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল।
কিন্তু বিজয়ের দিনে এই ম্যাচটি নিয়ে সর্বমহলে আপত্তির পর একদিন পিছিয়ে ১৭ ডিসেম্বর করা হয়।
এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে ম্যাচের তারিখ পিছিয়ে দেওয়া হয়।
এর ফলে বাংলাদেশ-কোরিয়া ম্যাচও বডিলি শিফট হয়ে যায়।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবসময়ই দর্শকরাও থাকেন অন্যরকম আগ্রহী। তাই বিনামূল্যে খেলা দেখার সুযোগটা শুক্রবার হাতছাড়া করতে চাইবে না দর্শকরা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ বিকাল সাড়ে ৩টায় এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সন্ধ্যা ৬টায় শুরু হবে।
Rent for add