• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নারী দর্শকও পিছিয়ে নেই

রাজধানী ঢাকায় এখন বিশ্বকাপখ্যাত হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট চলছে। যেখানে এশিয়ার শীর্ষ দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে।

স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ উপভোগ করার জন্য মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নারী দর্শকরাও পিছিয়ে নেই।

প্রতিদিনই পুরুষ দর্শকদের পাশাপাশি নারী দর্শকরাও ভিআইপিসহ বিভিন্ন গ্যালারীতে বসে এশিয়ার সেরা দলগুলোর ম্যাচ উপভোগ করছেন।

বুধবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে উল্লেখযোগ্য নারী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রিয় দেশ ৯ গোলে হেরে গেলেও তারা সারাক্ষণ বাংলাদেশকে ভাল খেলতে গ্যালারী থেকে উৎসাহ দিয়েছেন।

Rent for add