• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ড্রয়ের বৃত্তে জাপান-কোরিয়া

ড্রয়ের বৃত্তেই কী তাহলে ঘুরপাক খাচ্ছে প্রতিবেশী দুই দেশ জাপান-কোরিয়া! হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। একই দিনে জাপানে গোল শূন্য ড্র করেছিল পাকিস্তানের সঙ্গে।

বুধবার দ্বিতীয় দিনে কোরিয়া-জাপানের ম্যাচে কেউ কারো বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইটি ৩-৩ গোলে ড্র হয়।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২০ মিনিটে কিরিশিতা ইয়োশিকির পেনাল্টি কর্নার গোলে লিড নেয় জাপান। এর পর ২৫ মিনিটে মুরাতা কাজুমার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে সামুরাইরা।

তবে দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ হওয়ার তিন সেকেন্ড আগে পাওয়া পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-১ করে কোরিয়া। জ্যাং জং ইয়োনের ড্রাগ-ফ্লিক সরাসরি জালে জড়ায়।

৩৭ মিনিটে কেনতা তানাকা ফিল্ড গোলে ৩-১ করে জাপান। ৪২ মিনিটে দারুণ ফিল্ড গোল করে কোরিয়াকে ম্যাচে রাখেন কিম হাইয়োং জিন। ৫৫ মিনিটে কিম সান ইয়োনের পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৩-৩ করে কোরিয়া।

Rent for add