নিজস্ব প্রতিবেদক : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার, ১৮:৪২:১৪
ভারতের বিপক্ষে ম্যাচ হেরে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ভারত খুবই শক্তিশালী দল। সবদিক থেকেই আমাদের চেয়ে এগিয়ে। শুধু তাই নয়, তারা বিশ্বের অন্যতম পরাশক্তি। সে হিসেবে তাদের বিপক্ষে আমরা যা খেলেছি তা ঠিকেই আছে।
তবে আমাদের ভুলের কারণে কয়েকটা গোল বেশি হয়েছে। ভুলগুলো না হলে আমরা ২-৩ গোল কম হজম করতে পারতাম।
ভারত খেলছে- এটা মাথায় রেখে আমরা নার্ভাস ছিলাম, বিষয়টা এমন না। আমরা অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলছি না। এসময় তাদের খেলোয়াড়রা ৫০ হতে ৭০ আন্তর্জাাতিক ম্যাচ খেলেছে। এ অবস্থায় তাদের সাথে আমাদের তফাৎ থাকবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় বাংলাদেশ নিজেদের জায়গায় আছে। ভারত এগিয়ে যাচ্ছে।
Rent for add