নিজস্ব প্রতিবেদক : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার, ১২:৫৩:১০
বিশ্ব হকির অন্যতম শক্তি ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স তেমন একটা সুখকর নয়। ২০১৭ সালে সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশ হেরেছিল ৭-০ গোলে।
তবে বাংলাদেশের জন্য আজ বুধবার ঘরের মাঠে অনুপ্রেরণার নাম হতে পারে ২০১০ সালের এসএ গেমস। সেবার ঢাকায় লাল-সবুজের দল ৩-৩ গোলে ভারতের সঙ্গে ড্র করেছিল।
যদিও ভারতের বিপক্ষে ২০টি ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। ১০ গোল দেওয়ার বিপরীতে হজম করেছে ১২৫টি। এর মধ্যে এশিয়া কাপে আটবারের দেখায় ৫৭ গোল হজম করা বাংলাদেশ দিয়েছে মাত্র ২ গোল!
Rent for add