• ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

কোন রকমে হার এড়ালো পাকিস্তান

দুর্দান্ত লড়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না জাপানিজরা। বরং চাপের মুখে থেকে কোন রকমে হার এড়ালো পাকিস্তান।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাপান-পাকিস্তানের এ ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

মঙ্গলবার হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে জাপান শুরু থেকেই চড়াও হয়ে খেলার চেষ্টা করেছিল। ঠিক সেভাবে লড়াই করতে পারছিল না প্রতিপক্ষ পাকিস্তান।

তারপরও আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলই একাধিক পেনাল্টি কর্নার পেয়েছে। কিন্তু কেউই তা কাজে লাগাতে পারেনি।

ম্যাচের শেষমুহুর্তে গোলের দারুণ সুযোগ পেয়েছিল জাপান। ডানদিক থেকে হিরোমাশা ওচিয়াই বল ধরে স্ট্রাইকিং সার্কেলে প্রবেশ করে গোলমুখে বাড়ান। পোস্টের হাত দূরত্বে থেকে বলে স্টিক ছোঁয়াতে পারেনি কেনতা তানাকা। এটিই ছিল ম্যাচের সবেচেয়ে ভাল সুযোগ।

ভাগ্য ভাল পাকিস্তানের। তারা শেষ মুহূর্তে গোল খাওয়া থেকে বড় বাঁচা বেঁচে যায়।

এর আগে উদ্বোধনী ম্যাচে ভারত দু গোলে এগিয়ে থেকেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে।

 

 

Rent for add