নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ২০:৪৪:২৪
টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় দল হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দু গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
শেষ কোয়ার্টারে দারুণভাবে ম্যাচে ফিরে দক্ষিণ কোরিয়া। এ সময়ে তারা দু গোল পরিশোধ করে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে।
ফলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
মাঠে ম্যাচ গড়ানোর মাত্র ৪ মিনিটেই ললিত কুমার উপধ্যায়ের দর্শনীয় গোল ভারত এগিয়ে যায়।
ভারত প্রথম কোয়ার্টারে এক গোল তুলে নিলেও দ্বিতীয় কোয়ার্টারে কেউই গোলের দেখা পায়নি। তবে তৃতীয় কোয়ার্টারে গিয়ে দলটি আরো একটি গোল আদায় করে নেয়। পেনাল্টি কর্নার ৩৩ মিনিটে হার্দিক সিংয়ের পুশ, মানপ্রীত স্টপ করলে গোল করেন হারমানপ্রীত।
দক্ষিণ কোরিয়া দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। তারা শেষ কোয়ার্টারে দু গোল তুলে ম্যাচে ফিরে।
তৃতীয় কোয়ার্টারে টানা তিনটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় কোরিয়ানরা। কিম হিউনজিনের পুশ, কিম শুন ইয়ন স্টপ করলে গোল করেন জেন জং ইউন। এর পর শেষ কোয়ার্টারের খেলা শুরুর পরপরই কোরিয়া ম্যাচে ফিরে।
ভারতের গোলমুখে সৃষ্ট জটলা থেকে কিম সুং ইউন দারণে কানেক্ট করেন বলে। ভারতীয় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন।
Rent for add