• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বঞ্চিত টিভি দর্শক

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। কিন্তু টিভি সেটের সামনে বসে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকদের।

বাংলাদেশ থেকে শুধুমাত্র ষ্টার স্পোর্টস সিলেক্ট-২ চ্যানেল যাদের রয়েছে তারাই কেবল খেলাটি দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশের কোন চ্যানেল টুর্নামেন্টর খেলা দেখাচ্ছেনা বলে আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রচার স্বত্ব পেয়েছে ষ্টার স্পোর্টস চ্যানেল। তাদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে কোনো বাংলাদেশী টেলিভিশন চ্যানেলও সম্প্রচার স্বত্ব কেনেনি। তাই বাংলাদেশ হকি দলের খেলা দেখার একমাত্র উপায় মওলানা ভাসানী ষ্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখা।

সরাসরি সস্প্রচারের বিষয়ে এশিয়ান হকি ফেডারেশনের সদস্য, হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার বলেন, ‘টুর্নামেন্টটি একমাত্র চ্যানেল হিসেবে সম্প্রচার করবে স্টার স্পোর্টস। আমাদের দেশের ক্যাবল অপারেটর এই পে চ্যানেল কিনেনি। ফলে বাংলাদেশের সাধারণ দর্শকদের অনেকেই এই খেলা ঘরে বসে দেখতে পারবেন না।’

Rent for add