• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ফেবারিট ভারত-কোরিয়া

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শক্তির বিচারে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে স্বাগতিক বাংলাদেশ অনেক পিছিয়ে। সে হিসেবে এবারের আসরের ফেবারিট ধরা হচ্ছে ভারতকে। কোরিয়াকেও হিসাবের মধ্যে রাখতে হচ্ছে।

বর্তমান বিশ্ব র‌্যাংকিংয়ে তৃতীয় সেরা দল এখন ভারত। দীর্ঘ ৪১ বছর পর টোকিও অলিম্পিকে ব্রোঞ্চ জিতে সাফল্যের মধ্যেই রয়েছে ক্রিকেটের দেশটি। পরিসংখ্যান বলছে, আগের ছয় আসরে সমান তিনবার করে চ্যাম্পিয়ন হওয়া ভারত ও পাকিস্তান।

২০১৭ সালে ওমানে অনুষ্ঠিত সর্বশেষ আসরে যৌথভাবে ট্রফি জিতেছিল ভারত-পাকিস্তান। এছাড়া মালয়েশিয়া থাকলে তারাও শিরোপার দাবিদার থাকত।

তবে জাপানও এবার ভাল প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্টে খেলতে এসেছে। সব মিলিয়ে টার্ফের লড়াইটা জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে।

Rent for add