• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

অবশেষে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু

তিন দফা পিছিয়ে অবশেষে আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াচ্ছে।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক সময় অনিশ্চিত হয়ে পড়েছিল এশিয়ান হকির বিশ্বকাপখ্যাত এই আসর।

যখন পৃথিবীতে এই মরণঘাতী ভাইরাস আসেনি তখন করা সূচিতে ২০২০ সালের ১৭-২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সেটি পিছিয়ে নতুন তারিখ করা হয়েছিল চলতি বছরের ১১-১৯ মার্চ। দুই তারিখেই মাঠে গড়ানো সম্ভব হয়নি করোনা ভাইরাসের কারণে।

এর পর নতুন তারিখ করা হয়েছিল গত অক্টোবরে। তিনবার পেছানোর পর অবশেষে আলোর মুখ দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফি হকি।

Rent for add