• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাঁচ অধিনায়কের প্রত্যাশা

রাজধানী ঢাকায় আগামীকাল মঙ্গলবার থেকে এশিয়ার বিশ্বকাপখ্যাত হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াচ্ছে।

এ উপলক্ষে আজ সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হয়ে গেল ট্রফি উম্মোচন। এই অনুষ্ঠানে সবার মধ্যমণি ছিলেন ৫ দেশের পাঁচ অধিনায়ক।

ট্রফি উম্মোচন শেষে স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ৫ দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। আমি আশা করবো এই ৫ দলের ভেতরে যারা ভাল খেলবে তারা চ্যাম্পিয়ন হবে। এখানে আসার জন্য সব দলকে ধন্যবাদ।

এদিকে পাকিস্তান অধিনায়ক উমর ভুট্টা জানান, আমি খুব খুশি যে এশিয়ান হকি ফেডারেশন এই টুর্নামেন্টর আয়োজন করেছে। আমি তাতে অংশ নিচ্ছি। বাংলাদেশ এর আয়োজক। আয়োজকদের ধন্যবাদ। দুই বছর পর আমরা আন্তর্জাতিক হকিতে অংশ নিতে যাচ্ছি। করোনার কারণে এতদিন মাঠের বাইরে ছিলাম। আমরা চেষ্টা করব টুর্নামেন্টে ভাল খেলার।

অপরদিকে ভারতীয় অধিনায়ক মানপ্রিত সিং জানালেন, প্রথমে আমি এশিয়ান হকি ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ হকি ফেডারেশন এটার আয়োজক। তাদেরও ধন্যবাদ। টুর্নামেন্টে ৫ দল অংশ নিচ্ছে। সবার জন্য শুভ কামনা। আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে ভাল কিছু করার চেষ্টা করব।

এছাড়া জাপান অধিনায়ক সেং তানাকা বলেন, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তাই বিশেষ প্রস্তুতি শেষ করে টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে আছি।

 

Rent for add