নিজস্ব প্রতিবেদক : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ১৮:৪৫:০৩
এখন যারা জাতীয় দলে রয়েছেন তাদের মধ্যে সিনিয়র খেলোয়াড় মাঈনুল ইসলাম কৌশিক, অসীম গোপ ও মিলন হোসেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই।
নতুন হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স লাল সামন্ত, রাকিবুল হাসান রকিরা। প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে মুখিয়ে রয়েছেন তারা।
ফলে এবারের আসরটি নতুনদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রায় ৪০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন তারা।
কোচ গোবিনাথান অভিজ্ঞদের সঙ্গে নতুন কয়েকজন খেলোয়াড় দলে নেওয়ার প্রসঙ্গে হকিবাংলাদেশ.কমকে বলেন, আমি দলে বেশ কিছু নবীন খেলোয়াড়কে নিয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই তাদের দলে রাখা হয়েছে।
আগামী বছর বেশ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে। সেগুলোর জন্য তাদের প্রস্তুত করাই প্রধান লক্ষ্য। বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে নতুনরা মানিয়ে নেবে এটাই প্রত্যাশা করছি।
Rent for add