নিজস্ব প্রতিবেদক : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ১৯:২৭:৫৩
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি সামনে রেখে বাংলাদেশ দুটি প্রস্ততি ম্যাচ খেললো জাপান ও পাকিস্তানের বিপক্ষে। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছে পাকিস্তানের বিপক্ষে।
দুই দিন আগে জাপানের বিপক্ষে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার ছিল ৪-১ গোলের ব্যবধানে। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমে এগিয়ে গিয়েছিল রাকিবুল ইসলাম রকির গোলে। এগিয়ে গিয়ে পরে ৩ গোল হজম করে আশরাফুল ইসলামরা।
খেলা হয়েছে ৪৫ মিনিটের। প্রথম কোয়ার্টার ১৫ মিনিটের হলেও শেষ তিন কোয়ার্টার হয়েছে ১০ মিনিট করে। এই ম্যাচে পাকিস্তানকে গোলের জন্য সেভাবে মরিয়া হতে দেখা যায়নি।
Rent for add