• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন ফিকচার

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন ফিকচার প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। মালয়েশিয়ান দলে একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটি এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়।

এর ফলে আগামী ১৪ ডিসেম্বর থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এখন ৬টির বদলে ৫টি দেশ অংশ নিচ্ছে।

ষষ্ঠ আসরে অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, জাপান ও কোরিয়া।

উল্লেখ্য ৫ জাতির এই চ্যাম্পিয়ন্স ট্রফি ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।

সবগুলো ম্যাচই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির নতুন সূচি

তারিখ দল সময়

১৪ ডিসেম্বর কোরিয়া-ভারত বিকাল ৩.৩০

১৪ ডিসেম্বর জাপান-পাকিস্তান রাত ৬.০০

১৫ ডিসেম্বর ভারত-বাংলাদেশ বিকাল ৩.৩০

১৫ ডিসেম্বর কোরিয়া জাপান রাত ৬.০০

১৬ ডিসেম্বর কোন খেলা নাই

১৭ ডিসেম্বর ভারত-পাকিস্তান বিকাল ৩.৩০

১৭ ডিসেম্বর বাংলাদেশ-কোরিয়া রাত ৬.০০

১৮ ডিসেম্বর পাকিস্তান-কোরিয়া রাত ৩.৩০

১৮ ডিসেম্বর জাপান-বাংলাদেশ সন্ধা ৬.০০

১৯ ডিসেম্বর ভারত-জাপান বিকাল ৩.৩০

১৯ ডিসেম্বর পাকিস্তান-বাংলাদেশ রাত ৬.০০

২০ ডিসেম্বর কোন খেলা নাই

২১ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল সন্ধা ৩.৩০

২১ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল রাত ৬.০০

২২ ডিসেম্বর ৩য়/চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ সন্ধা ৩.৩০

২২ ডিসেম্বর ফাইনাল রাত ৬.০০

Rent for add