নিজস্ব প্রতিবেদক : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ১১:১০:৪৯
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টার্ফে গড়ানোর কথা আগামী মঙ্গলবার। উদ্বোধনের দিন ঠিকঠাক আছে, কিন্তু মালয়েশিয়া শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বদলে গেছে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এ আসর শুরু করবেন জিমি-আশরাফুলরা।
আগের সূচি অনুযায়ী মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে এশিয়ার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দলের এক খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া।
বাংলাদেশ হকি ফেডারেশন শনিবার রাতে মালয়েশিয়ার সরে দাঁড়ানোর কথা জানায়। সংস্থাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ কারণ হিসেবে জানিয়েছেন মালয়েশিয়া দলে করোনাভাইরাস থাবা দেওয়ার কথা।
`মালয়েশিয়া জাতীয় হকি দলের একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ এসেছে। ওদের ওখানকার নিয়ম হলো একজনের পজিটিভ হলে গোটা দলকেই কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের কারণে মালয়েশিয়া হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করেছে।’
`মালয়েশিয়া গতকাল থেকেই আমাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলে আসছিল। কোয়ারেন্টিন শেষ করে তারা আসলে আমরা যথাসময়ে টুর্নামেন্ট শেষ করতে পারব না। তারা কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করার জন্য রাজার কাছে আবেদন করেছিল। রাজা সে আবেদনে সাড়া দেননি। বিষয়টি আমরা এশিয়ান হকি ফেডারেশনকে জানালে তারা মালয়েশিয়াকে বাদ দিয়ে নতুন সূচি তৈরি করে টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছে।’
নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচ পিছিয়েছে একদিন। অর্থাৎ আগামী ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দল। এরপর যথাক্রমে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
Rent for add