• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বাংলাদেশ আন্ডারডগ

এশিয়ান হকিতে বাংলাদেশের অবস্থান এখনো ৬/৭ নম্বরে উঠা-নামা করছে। যে কারণে শক্তিশালী ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দলগুলোর বিপক্ষে লড়াইয়ে নেমে পারছেন না লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা।

এর ফলে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আন্ডারডগ হিসেবে বাংলাদেশকে টুর্নামেন্ট শেষে ৬ নম্বর অবস্থানেই হয়তো দেখতে পাবেন দর্শকরা। কোচ হিসেবে গোপিনাথান কৃষ্ণমুর্তিরও ঠিক এমনই প্রত্যাশা। নিজ দেশের দর্শকদের ভাল খেলা উপহার দেয়াই একমাত্র লক্ষ্য এখন স্বাগতিক দলের।

প্রথম প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে খেলার পর নিজেদের সামর্থটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বাংলাদেশের এই কোচ। চূড়ান্ত দলও ঘোষণা করা হয়েছে এই ম্যাচের পর। জাপানের বিপক্ষে বাংলাদেশ প্রথম কোয়ার্টারে যেমন খেলেছে পরের দুই কোয়ার্টারে তার চেয়ে একটু গুছিয়ে খেলতে পেরেছে।

প্রথম কোয়ার্টারে যেখানে গোল হজম করেছে তিনটি সেখানে দ্বিতীয় কোয়ার্টারে আরো একটি। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ গোল তো খায়নি উল্টো প্রতিপক্ষের জালে একটা দিয়েছে। সবমিলিয়ে কোচ খেলোয়াড়দের চাইছেন বড় ম্যাচের জন্য প্রস্তুত করতে।

Rent for add