নিজস্ব প্রতিবেদক : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৭:৫৭:৪৯
জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক ছিলেন অসীম গোপ। অথচ সর্বশেষ প্রিমিয়ার লিগে কোন দলেই খেলার সুযোগ পাননি। জানা গেছে সোনালী ব্যাংক ক্লাবে তাকে খেলার প্রস্তাব দিলেও পারিশ্রমিক কাঙ্খিত না হওয়ায় খেলেননি।
খেলার মধ্যে না থাকার পরও হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। প্রথম প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে দুর্দান্ত খেলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। যেমন করে জায়গা হারিয়েছেন খালেদ মাহমুদ রাকিন, হাসান যুবায়ের নিলয়, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মাহবুব হোসেন, ও রাজীব দাসের মতো চেনা মুখ।
তবে ইতালি লিগে খেলে আসা প্রিন্স লাল সামন্ত প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। হকি সংশ্লিষ্টরা মনে করছেন যদি প্রিমিয়ারে কোন ক্লাবে খেলতেন তাহলে অসীম জায়গা পেতেন জাতীয় দলে। ম্যাচে প্র্যাকটিসের ঘাটতির কারণেই তার জায়গা হয়নি বলে মনে করা হচ্ছে।
Rent for add