নিজস্ব প্রতিবেদক : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১৮:৫০:২৪
স্বাগতিক বাংলাদেশ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামীকাল শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে। প্রতিপক্ষ হিসেবে তারা বেছে নিয়েছে সবার আগে ঢাকায় পৌঁছানো জাপান দলকে।
ধারণা করা হচ্ছে জাপানের বিপক্ষে জিমিদের প্রস্তুতি ম্যাচের পরপরই বাংলাদেশ হকি ফেডারেশন জাতীয় দলের নাম ঘোষণা করতে পারে।
বাংলাদেশ হকি দল অবশ্য আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে পাকিস্তানের বিপক্ষে। যদিও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, জাপানের বিপক্ষে ম্যাচটি কাল সন্ধ্যায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Rent for add