নিজস্ব প্রতিবেদক : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২১:০৬:৪৬
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশগ্রহণের লক্ষে বিদেশি দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে।
এরই মধ্যে সবার আগে এসে পৌঁছেছে জাপান। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলটি বুধবার রাতে ঢাকায় পৌঁছায়। একই ফ্লাইটে আসার কথা ছিল কোরিয়ার। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে তারা আসতে পারেনি।
জাপান হকি দল আজ বৃহস্পতিবার সারা দিন বিশ্রাম শেষে বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন করেছে।
কোরিয়ার প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, দলটি ফ্লাইট জটিলতার কারণে বুধবার রাতে আসতে পারেনি। তিনি জানান, কোরিয়ার সঙ্গে যোগাযোগ চলছে।
উল্লেখ্য ৬ জাতির এই আসর ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।
Rent for add