নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ১৪:০৪:৫৩
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের লক্ষে দু’ সপ্তাহেরও কম সময়ের প্রস্তুতি পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। তবে এই স্বল্প সময়ের প্রস্তুতিতে ভাল করার প্রত্যয় জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তীর।
কেননা জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়রা সদ্যসমাপ্ত গ্রিণ ডেল্টা ইনসিওরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে খেলার মধ্য থাকায় ম্যাচ ঘাটতি বা ফিটনেস নিয়ে ততটা ভাবতে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকে।
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ জনের প্রাথমিক দল বর্তমানে বিকেএসপিতে সকাল-বিকাল দু বেলা কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছে। তাদের মধ্য থেকেই সেরা ২০ জনকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত দল গঠন করা হবে।
স্বাগতিক হওয়ার সুবাদে বাংলাদেশ প্রথমবারের মত এশিয়ার অন্যতম শক্তিশালী টুর্নামেন্ট ঘরের মাঠে খেলতে যাচ্ছে। যেখানে ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া ও মালয়েশিয়ার মোককবিলা করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ১০ ডিসেম্বর জাপানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে।
Rent for add