• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকচার

আগামী ১৪ ডিসেম্বর থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াচ্ছে।

ষষ্ঠ আসরে অংশ নিতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া ও মালয়েশিয়া।

এশিয়ান হকি ফেডারেশন ইতোমধ্যে আসন্ন এ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ম্যাচের ফিকচার প্রকাশ করেছে।

উল্লেখ্য ৬ জাতির এই আসর ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।

সবগুলো ম্যাচই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট ফিকচার

তারিখ                   দল              সময়

১৪ ডিসেম্বর কোরিয়া-ভারত বিকাল ৩.৩০

১৪ ডিসেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া সন্ধা ৬.০০

১৪ ডিসেম্বর জাপান-পাকিস্তান রাত ৮.৩০

১৫ ডিসেম্বর ভারত-বাংলাদেশ বিকাল ৩.৩০

১৫ ডিসেম্বর মালয়েশিয়া-পাকিস্তান সন্ধা ৬.০০

১৫ ডিসেম্বর কোরিয়া জাপান রাত ৮.৩০

১৬ ডিসেম্বর কোন খেলা নাই

১৭ ডিসেম্বর ভারত-পাকিস্তান বিকাল ৩.৩০

১৭ ডিসেম্বর মালয়েশিয়া-জাপান সন্ধা ৬.০০

১৭ ডিসেম্বর বাংলাদেশ-কোরিয়া রাত ৮.৩০

১৮ ডিসেম্বর মালয়েশিয়া-ভারত বিকাল ৩.৩০

১৮ ডিসেম্বর জাপান-বাংলাদেশ সন্ধা ৬.০০

১৮ ডিসেম্বর পাকিস্তান-কোরিয়া রাত ৮.৩০

১৯ ডিসেম্বর ভারত-জাপান বিকাল ৩.৩০

১৯ ডিসেম্বর কোরিয়া-মালয়েশিয়া সন্ধা ৬.০০

১৯ ডিসেম্বর পাকিস্তান-বাংলাদেশ রাত ৮.৩০

২০ ডিসেম্বর কোন খেলা নাই

২১ ডিসেম্বর ৫ম/ষষ্ঠস্থান নির্ধারনী ম্যাচ বিকাল ৩.৩০

২১ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল সন্ধা ৬.০০

২১ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল রাত ৮.৩০

২২ ডিসেম্বর ৩য়/চতুর্থস্থান নির্ধারণী ম্যাচ সন্ধা ৬.০০

২২ ডিসেম্বর ফাইনাল রাত ৮.৩০

 

Rent for add