নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৬:১৭:৪০
আর মাত্র পাঁচ দিন পরেই রাজধানী ঢাকায় হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াচ্ছে।
৬ জাতির এ আসরকে সামনে রেখে স্বাগতিক বাংলাদেশ এখন জাতীয় দল গঠন কল্পে ব্যস্ত সময় পার করছে।
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ জন খেলোয়াড় বর্তমানে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তীর তত্বাবধানে বিকেএসপিতে অনুশীলনে রয়েছেন।
ধারণা করা হচ্ছে আগামী ১০ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ফ্লাডলাইটে জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরেই বাংলাদেশ হকি ফেডারেশন ২০ সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করতে পারে।
একাধিক সূত্রে জানা গেছে প্রথমবারের মত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দেবার সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয়, এক্ষেত্রে বেশকিছু চমক থাকতে পারে বলেও আভাস পাওয়া গেছে। তবে দল ঘোষণার আগে কে কে চূড়ান্ত দলে থাকছেন দল ঘোষণার পরেই বোঝা যাবে।
Rent for add