নিজস্ব প্রতিবেদক : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৭:৪১:১৮
বাংলাদেশ হকি ফেডারেশন একটু সময় নিয়েই জাতীয় হকি দলের নাম ঘোষণা করতে চাইছে। সেক্ষেত্রে
জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরই হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চুড়ান্ত দল ঘোষণা হতে পারে।
বর্তমানে ৩১ জন খেলোয়াড় নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপিতে হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প চলছে। প্রাথমিকভাবে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্য থেকে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হবে।
৬ জাতির এ আসরে স্বাগতিক বাংলাদেশ আগামী ১৪ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে।
জাতীয় দলের কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তী চাইছেন জাপানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে চূড়ান্ত দল ঘোষণা করতে। হকি ফেডারেশনও তাতে সায় দিয়েছে।
এই প্রস্তুতি ম্যাচটি ১০ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তিনটি ম্যাচই ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। সে কারণেই ন্যাশনাল সিলেকশন কমিটি চাইছে প্রস্তুতি ম্যাচটি যেন সন্ধ্যায় হয়।
Rent for add