• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিমিদের

স্বাগতিক বাংলাদেশ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে।

জাপানের বিপক্ষে জিমিদের প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হলেও পাকিস্তানের বিপক্ষে এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, জাপানের বিপক্ষে ১০ ডিসেম্বর জিমিরা প্রস্তুতি ম্যাচ খেলবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তানের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। কিন্তু দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

তবে পাকিস্তান দল ঢাকায় আসার পরেই সময় ও তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

Rent for add