নিজস্ব প্রতিবেদক : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৬:৫৬:৩৪
সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির যুগ্ম চ্যাম্পিয়ন ভারত-পাকিস্তান। আসন্ন আসরেও দল দুটি শিরোপা ধরে রাখার প্রত্যয়ে ঢাকায় আসছে।
এর আগে ভারত-পাকিস্তান উভয় দলই দুইবার করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে।
এবার ষষ্ঠ আসরে কার ঘরে শিরোপা যাবে দেখার বিষয়। তবে এশিয়ান হকির দুই পরাশক্তি ভারত-পাকিস্তান বরাবরের মতই ফেবারিট তা না বললেই চলে।
যদিও ৬ জাতির এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের প্রতিই দর্শকদের বেশি আগ্রহ।
সর্বশেষ ২০১৮ সালে ওমানের মাসকাটে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্ধী দল। প্রবল বৃষ্টির কারণে খেলা না হওয়ায় উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজক কমিটি।
দুই দলই এখন পর্যন্ত তিনবার করে এশিয়ান হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও সেই লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবে।
Rent for add