• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আয়োজনে সবাইকে ছাড়িয়ে যেতে চায় বাংলাদেশ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সবাইকে ছাড়িয়ে যেতে চায় স্বাগতিক বাংলাদেশ। যে কারণে জোরেশোরে এগিয়ে চলছে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপক প্রস্তুতি।

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মত এশিয়ান হকির সর্বোচ্চ আয়োজন সফল করে তুলতে বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।

ইতোমধ্যে মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়াম এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) তত্বাবধানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাঠ প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ফেডারেশন। আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য যেভাবে প্রস্তুতি দরকার সেভাবেই এগুচ্ছে সবকিছু।

বিদেশি দলগুলো কবে আসবে সেই শিডিউলও চূড়ান্ত হয়ে গেছে। হকির সাবেক দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের ৯ ডিসেম্বর আসার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় আসছে ১০ ডিসেম্বর। জাপান ও দক্ষিণ কোরিয়া ৮ এবং মালয়েশিয়া ঢাকা এসে পৌঁছাবে ১২ ডিসেম্বর। ঢাকায় অবস্থানকালে কোরিয়া, জাপান ও মালয়েশিয়া ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এবং বাংলাদেশ, পাকিস্তান ও ভারত উঠবে পল্টনের ফারস হোটেল।

Rent for add