• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জাপান দূতাবাস কর্মকর্তাদের হকি স্টেডিয়াম পরিদর্শন

আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আগামী বুধবার জাপান জাতীয় হকি দল বাংলাদেশ আসছে।

দলটি ঢাকায় আসার আগেই জাপান দূতাবাসের কমকর্তারা আজ সোমবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম ও ভিভি আইপি গ্যালারি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার, হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

উল্লেখ্য ১৪ থেকে ২২ ডিসেম্বর রাজধানী ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান।

Rent for add