• ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

সমন্বয় কমিটির সভায় প্রস্তুতি নিয়ে আলোচনা


হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সময় যতো এগিয়ে আসছে ততো ব্যবস্ততা বাড়ছে হকি ফেডারেশনের কর্মকর্তাদের। তার অংশ হিসেবে সোমবার অনুষ্ঠিত হলো সমন্বয় কমিটির সভা।

বিকেলে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি সদর দপ্তরের যুগ্ন পুলিশ কমিশনার মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও টুনামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ সিকদার, সম্পাদক মোহাম্মদ ইউসুফ,যুগ্ন- সম্পাদক হাজী মো. হুমায়ুন, ল অ্যান্ড অর্ডার ও ফুড কমিটির সম্পাদক টুটুল কুমার নাগ,খাজা তাহের লতিফ মুন্না ও পুলিশের কর্মকর্তা বৃন্দ।

আগামী ১৪ থেকে ২২ ডিসেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান।

উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির অধীনে জাতীয় হকি দল অনুশীলন করছে বিকেএসপিতে।

Rent for add