নিজস্ব প্রতিবেদক : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৩:২৭:৫৫
আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশগ্রহণের লক্ষে জাতীয় দল গঠন কল্পে আগামীকাল বুধবার থেকে ক্যাম্পে ডাক পাওয়া ২৮ জন খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে হকি দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।
এদিকে বাংলাদেশ হকি ফেডারেশন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিকে জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে। মালয়েশিয়ান এই কোচ এর আগেও বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিকেএসপির উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ১৪-২২ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অনুষ্ঠিত হবে। ছয় দলের এ আসরে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও স্বাগতিক বাংলাদেশ অংশ নিচ্ছে। আয়োজক হওয়ার সুবাদে এই প্রথম এশিয়ার এই মর্যাদার আসরে খেলতে যা্চ্ছে বাংলাদেশ।
জাতীয় হকি দলের প্রাথমিক তালিকা
গোলরক্ষক : বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, অসিম গোপ।
রক্ষণভাগ : খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারওয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন।
মধ্যমাঠ : সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, হাসান জুবায়ের নিলয়, প্রিন্স লাল সামন্ত।
আক্রমণভাগ : রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর খিসা মিমো ও রাজিব দাস।
Rent for add