: ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৩:০৮:৫০
আর মাত্র ১৩ দিন পরেই ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরু হচ্ছে। এশিয়ার ৬টি দেশ নিয়ে হবে এ আসর। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট উপলক্ষে এশিয়ান হকি ফেডারেশনের সিইও তৈয়ব ইকরামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতিতে প্রতিনিধি দল সন্তুষ্ট প্রকাশ করলেও ফ্লাডলাইটের আলো নিয়ে একটু দ্বিমত পোষণ করেছেন। তারা জানিয়েছেন ফ্লাডলাইটে আলোর স্বল্পতা রয়েছে।
এদিকে বাংলাদেশ হকি ফেডারেশন সূত্রে জানা গেছে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যেই ফ্লাডলাইটের সমস্যা কেটে যাবে এবং স্বাভাবিক আলো পাওয়া যাবে।
Rent for add