• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রশিদ সিকদার

আগামী ১৪ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরু হচ্ছে। এ উপলক্ষে টুর্নামেন্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদারকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

অপরদিকে টুর্নামেন্ট কমিটির সম্পাদক হয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

তবে ফেডারেশনের সহসভাপতি ড.মাহফুজুর রহমান, সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন ও ইউসুফ আলীকে টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়।

উল্লেখ্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান।

Rent for add