• ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

জয়পুরহাটে রাজশাহীর বড় জয়

২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের জয়পুরহাট ভেন্যুর উদ্বোধনী ম্যাচে রাজশাহী জেলা বড় জয় পেয়েছে। এক তরফার লড়াইয়ে মঙ্গলবার তারা ৬-০ গোলে হারিয়েছে নওগাঁ জেলাকে।

তবে খেলা মাঠে গড়ানোর আগে জয়পুরহাটের সুগার মিল মাঠে এ ভেন্যুর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নুরে আলম ও জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান।

মো. আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদুল আলম লেবু, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন, টুর্নামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, আলমগীর আলম, তৌফিকুর রহমান রতন ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

Rent for add